Venge Porona Eivabe (ভেঙ্গে পড়না) By Pritom Hasan New Song Lyrics

Bhenge porona ebhabe, ভেঙ্গে পড়না এভাবে, Venge porona evabe, venge porona ei rate. you can download full mp3 song from gaanchill youtube channel. here i provide only lyrics of this song. ভেঙ্গে পড়না এইভাবে। Bhenge porona eibhabe, jodi kado evabe, bhenge porona eivabe.
Song information:
Directed by: AK Parag & Vasker Joni
Music, Tune & Singer: Pritom Hasan
Lyrics : Rakib Hasan Rahul; Pritom Hasan
Artists : Father: Shafiul Alam Babu; Mother: Reshma Reshmee; Shifa: Tasmia
Direction of Photography : Vasker Joni
Art Director : Jakaria Hasan Munna
Chief AD : Farid Sohel
AD : Tamil
Edit : Bammy Rahman
Teaser & Additional Edits : Ashikul Haque Khan; Naveed Javed
Color : Ashraful Alom (GRAVITY)

Line Producer : Nahid Hasan Nayan
Light Gaffer : Manik
Production Manager : Mamun
Poster Artwork : Ziaur Rahman Ovi
Poster Typography : Sadat Zim
Video Story & Additional Management: Pencil Box; Team Pritom
Production : Fatman Films
Label : Gaanchill Music

ভেঙ্গে পড়না এভাবে লিরিক্সঃ

ভেঙ্গে পড়না এইভাবে
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে,
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুলগুলো তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙা মনে।
তাই তো রাত আমায় বলে,
” তুমি ভেঙে পড়ো না এইভাবে,
কেউ থাকে না চিরদিন সাথে,
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙে যাবে,
ভেঙে পড়ো না এই রাতে।”
[AdsWithin]
ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার?
সে কি করেছে অভিমান আবার?
হঠাৎ সে চলে গেছে,
শূণ্যতা যেনো এই ঘরে।
তাই তো রাত আমায় বলে,
“তুমি ভেঙে পড়ো না এইভাবে,
কেউ থাকে না চিরদিন সাথে,
যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙে যাবে,
ভেঙে পড়ো না রাতে।”

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙে যাবে,
ভেঙে পড়ো না রাতে।”

Leave a Reply