Rag Kore Thaka Jai Na | Mahtim Sakib | Bangla New Romantic Song 2019 | Lyrics
Rag kore thaka jai na song by mahtim sakib song lyrics. you can download mp3 version of this song from online source or watch free music video from youtube cmv channel. যার সাথে রাগ করে থাকা যায় না।
Song information:
Song: Rag Korey Thaka Jai Na
Singer: Mahtim Sakib
Lyric & Tune: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh
Album: Raag Korey Thaka Jai Na
Label: Central Music and Video [CMV]
Released Date: 19-11-2019
Produced and Distributed by Central Music and Video [CMV].
রাগ করে থাকা যায় না লিরিক্সঃ
কোনো এক পিছুটান ভেঙ্গে দিল ব্যবধান
দেখা হয়ে গেল তাই আবার
মিলেছি দুটীতে এই আমি কিছুতে
হারাতে দেব না তোকে আর
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে
তোর ঐ হাসি দেখে যাই ভেঙ্গে
একে একে সব অভিমানের আয়না
তুই তো এমন কেউ যার সাথে
কখনও রাগ করে থাকা যায় না।
ভালোবাসি বলে প্রতিদিন চলে
তোর মনে আসা আর যাওয়া
থাকতে যদি চাই সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া
ভালোবাসি বলে প্রতিদিন চলে
তোর ঐ হাসি দেখে যাই ভেঙ্গে
[AdsWithin]
একে একে সব অভিমানের আয়না
তুই তো এমন কেউ যার সাথে
কখনও রাগ করে থাকা যায় না।
তোর মনে আসা আর যাওয়া
থাকতে যদি চাই সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া?
মন যখন থাকে ছুয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই
সবকিছু ভুলে প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়
মন যখন থাকে ছুয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই
সবকিছু ভুলে প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে
তোর ঐ হাসি দেখে যাই ভেঙ্গে
একে একে সব অভিমানের আয়না
তুই তো এমন কেউ যার সাথে
কখনও রাগ করে থাকা যায় না।