Puran Bari (পুরান বাড়ি) By Arman Alif New Song Music Video Lyrics
Puran bari lyrics. পুরান বাড়ি লিরিক্স, তারে কেউ আমার হইয়া বইলা দে নারে, Tare keu amar hoia boila de na re. you can download mp3 of puran bari song by arman alif from other source or watch full music video from youtube. here i provide the lyrics of this song.
Song information:
Song Name: Puran Bari
Singer Name: Arman Alif
Lyric & Tune: Arman Alif
Music: Musfiq Litu
পুরান বাড়ি গানের লিরক্স – আরমান আলিফ
আমি তাহার কাছে নিজেরে দিলাম
তারে সত্যি সত্যি ভালবাসছিলাম
তার মনরে নিজের বাসা বানাইয়া
আমি আমার বাড়ি ভুইলা গেছিলাম।
এখন আশে পাশে কেউ
দেখিনা নাইরে তেমন কেউ
যার নাম ছিল প্রিয় মানুষ
পিনিক করাই সে
আমার না হয় এমনি যাবে
সন্ধ্যা রাত আর ভোর
তবু তার আশাতে কাটবে সময়
হবেনা সে মোর।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই আর পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
তার ফোনেতে নাম্বার আমার তুইলা দিয়া বল
সে ভুইলা গেছে বইলা কি আর ধরবো না তার কল
সেও একা আমিও একা হচ্ছে না খেলা।
তার নাটক দেখার টিকিটও আর পাই না এ বেলা।
[AdsWithin]
তার ফোনেতে নাম্বার আমার তুইলা দিয়া বল
সে ভুইলা গেছে বইলা কি আর ধরবো না তার কল
সেও একা আমিও একা হচ্ছে না খেলা।
তার নাটক দেখার টিকিটও আর পাই না এ বেলা।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই আর পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
জীবন যদি এমন হত গল্পের মত
হাসতে ইচ্ছে না হলেও হাসাই যেত।
সে অন্য কোনও মানুষ যদি আসতে না দিত
তবে তার আর আমার গল্পগুলো সুখেরই হত।
জীবন যদি এমন হত গল্পের মত
হাসতে ইচ্ছে না হলেও হাসাই যেত।
সে অন্য কোনও মানুষ যদি আসতে না দিত
তবে তার আর আমার গল্পগুলো সুখেরই হত।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই আর পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
Puran bari song lyrics by Arman Alif
Ami tahar kache nijere dilam
Tare shotti shotti Valobashchilam
Tar monre nijer basha banaia
Ami amar bari vuila gechilam.
Ekhon ashe pashe keu dekhina
naire temon keu
Jar nam chilo priyo manush
pinic koray se.
Amar na hoy emni jabe
shondha rat r bhor.
tobu tar ashate katbe shomoy
hobe na se mor.