Mujib Borsho 2021 SMS, Wish, Greetings, Poem, Quotes & Status | 100 Years of Mujib | Bongobondhu
Mujib Borsho 2020-2021 Bangla/Bengali SMS, Wish, Greetings card, Poem, Quotes, Messages, Facebook Status, facebook post in Bangladesh for free. Celebration of the 100 Year Anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangabandhu’s 100 Year Anniversary. Sheikh Mujibur Rahman, shortened as Sheikh Mujib or just Mujib, was a Bangladeshi politician and statesman. He is often called the father of Bengali nation. He served as the first President of Bangladesh and later as the Prime Minister of Bangladesh from 17 April 1971 until his assassination on 15 August 1975. He is considered to be the driving force behind the independence of Bangladesh. He is popularly dubbed with the title of “Bangabandhu” (Bongobondhu “Friend of Bengal”) by the people of Bangladesh. He born March 17, 1920.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গান, ছড়া, কবিতা, এসএমএস, কার্ড, মুজিব বর্ষ। ফেইসবুক পোস্ট, ফেসবুক স্ট্যাটাস। মুজিববর্ষ উপলক্ষে। মুজিব বর্ষের ছন্দ। মুজিব বর্ষর ছন্দ কবিতা।
বিশ্বের একজন বাঙালি শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান
পরাধীন বাংলাকে স্বাধীন করে নিয়েছ সবার ওপরে স্থান।
তুমি আছ বাঙালির অন্তরে আছ প্রতিটি শ্বাস-প্রশ্বাসে
মিশে আছ বাঙালির সত্তায় থাকবে গৌরবে-গর্বে-বিশ্বাসে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
হে মুজিব, কে বলেছে তুমি মৃত? কে বলেছে তুমি নাই?
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে তোমায় খুঁজে পাই।
তুমি দিয়েছ নতুন প্রাণ, করেছ মোদের মুক্তি,
তোমার উঁচু ধ্বনিতে আজও খুঁজে পাই শুভ শক্তি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
নাই নাই ভয়, হবে হবে জয়
জয় মুজিবুর রহমান।
[AdsWithin]
আমাদের রক্ত কণিকায় টগবগ করা কিছু শব্দ
কবিতার স্রোত যেন আমাদের দ্রোহটাকে উষ্কে
দিয়ে যায়, এগুলো আমাদের চিনিয়ে দেয় আমার নেতা কে,
আমাদের বঙ্গবন্ধু মুজিব আর তার বাংলাদেশকে।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
একটি দেশ পেয়েছি, পেয়েছি বাংলা ভাষা।
পেয়েছি নতুন সূর্য, বাঁচার জন্য পেয়েছি স্বাধীনতা ।
পেয়েছি লাখো শহীদের ইতিহাস,
পেয়েছি জাতির জনক শেখ মুজিবুর রহমান ।
মুজিব মানেই উত্তাল ১৯৭১, মুজিব মানেই ১৬ই ডিসেম্বর
বিজয়গাথা স্বাধীন বাংলায় মুিজব মানেই ৭ই-র্মাচ একাত্তর
মুজিব মানেই রেসকোর্স ময়দানের সেই জনসুমদ্দুর।
মুজিব মানেই সাহসের যোগান, মুজিব মানেই বজ্রকণ্ঠের ভাষন।
মুজিব মানেই মিছিলের উদ্দীপনা, মুজিব মানেই মুক্তিযুদ্ধের চেতনা।
100 Birth Year Celebration
মুজিব আমার অহংকার, মুজিব আমার গর্ব
মুজিব আমার আর্দশ, মুজিব আমার র্স্বগ।
যত দিন ছিল মুজিবের হাতে দেশ
তত দিন পথ হারায়নি বাংলাদেশ।
বাংলাদেশ নামে যদি কবিতা রচিত হয়,
তবে তার প্রাণ হবে বঙ্গবন্ধু।
বাংলাদেশ নামে যদি যদি গান হয়
তার সুর হবে বঙ্গবন্ধু।