Alo (আলো) By Prince Mahmud Ft. Tanzir Tuhin Song Lyrics
এই আলো হাওয়ার মায়া কাঁটিয়ে – Ei alo haoar maya katiye, ei aalo hawar maya katiye Song lyrics by prince mahmud ft Tanzir tuhin from avash band. you can download this song mp3 from other source. here i provide only lyrics of this full song. This song dedicated to Ayub Bacchu, who was legend singer and most popular singer of bangladeshi music industry. প্রিন্স মাহমুদের সুরে আলো – তানজীর তুহিন।
Song information:
Singer: Tanzir Tuhin ( তানজির তুহিন )
Lyrics: Prince Mahmud
Tune: Prince Mahmud
আলো গানের লিরিক্স – প্রিন্স মাহমুদ
এই আলো হাওয়ার মায়া কাঁটিয়ে
এই জগত বাড়ির মায়া কাঁটিয়ে
চলে যাবো ভাবতেই চোখ ভরে আসে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখ গুলো মুখ জাপটে রাখা
ফেলে যাবো ভাবতেই চোখ ভরে আসে।
মৃত্যুই সারসত্য জেনে শিখেছি জীবন ভালবাসতে।
অপ্রাপ্তি বৃত্ত মেনে ব্যাথাটা লুকাই পারি হাসতে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখ গুলো মুখ জাপটে রাখা
ফেলে যাবো ভাবতেই চোখ ভরে আসে।
মৃত্যুই সারসত্য জেনে শিখেছি জীবন ভালবাসতে।
অপ্রাপ্তি বৃত্ত মেনে ব্যাথাটা লুকাই পারি হাসতে।
[AdsWithin]
রেখে যাবো সংসার গান এই পিছুটান কী করে ছাড়বো?
ছেলেটাকে বুকেতে জড়াই গাল ভরে চুমু কি খেতে পারবো?
হুমমমম হুমমমম
এই পথভ্রমণ পাঠসরবে বিস্মৃতির অতল গর্ভে
হারাবো ভাবতেই চোখ ধরে আসে।
শ্রেণিহীন কবিতা অরণ্য লোকারণ্য কোথায় পাবো?
এই মাটি জল নীল আকাশ, বুক ভরা বাতাস কি নিতে পারবো?
নির্মানের এই মায়াজাল ছিঁড়ে যাবো না যাবো মন।
ফসল বেঁধে বাধি প্রাণের ঘাটি সেই প্রাণেই পূর্ণ প্রলোভন।
এই পথভ্রমণ পাঠসরবে বিস্মৃতির অতল গর্ভে
হারাবো ভাবতেই চোখ ধরে আসে।
এই আলো হাওয়ার মায়া কাঁটিয়ে
এই জগত বাড়ির মায়া কাঁটিয়ে
চলে যাবো ভাবতেই চোখ ভরে আসে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখ গুলো মুখ জাপটে রাখা
ফেলে যাবো ভাবতেই চোখ ভরে আসে।