Amar Mone Jare Chay Se To Bojhena By Samz Vai | Ashi bole gelo bondhu ailo na 2020 Song lyrics

Amar Mone Jare Chay Se To Bojhena by Samz Vai new song 2020, amar mone jare chay se to bujhe na. amar mone jare chai se to bujhe na, ashi bole gelo bondhu ailo by samz vai new song lyrics. you can download this song mp3 for free from other site. or watch full music video from Eagle music youtube channel. here i provide you only lyrics of this bangla song. আসি বলে গেল বন্ধু আইলো না, আমার মনে যারে চাই সে তো বুঝে না।

Song information:
Song: Amar Mone Jare Chay Se To Bojhena
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud
Starring: Zaher Alvi & Ontora

আমার মনে যারে চায় সে তো বোঝে না গানের লিরিক্সঃ

ওই আমার মনে যারে চায় সে তো বোঝে না
আমারে ছাড়িয়া কার প্রেমে হইলো দিওয়ানা গো

আমায় ছাইড়া কার প্রেমেতে হইলো দিওয়ানা
ওরে মন মনরে বুঝিস না কেন হাই
সে তো আর আসিবে না ফিরে
সে তো সুখ খুঁজে বেড়ায় নতুন কোনো
মানুষেরই মাঝারে।

আসি বলে গেলো বন্ধু আইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না
যাওয়ার কালে প্রান বন্দে নয়ন তুইলা চাইল না
আসি বলে গেলো বন্ধু আইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না

বন্ধুর প্রেমে মাতোয়ারা হইয়া এখন দিশেহারা
সবই হইলো কুলবন হারা যাবো গো কোথায়
[AdsWithin]
আমার মনের কিনারায় কে গো দুঃখের বাঁশি বাজায়
সব আছে মোর তুমি ছাড়া বাঁচা বড় দায়

দুঃখের সাথী কেউ হইলো না সুখের মায়ায় পড়ে
আমি একাই দুঃখের ভাগী রইলাম একা ঘরে।

ওরে মন মন রে বুঝিস না কেন হাই
সে তো আর আসিবে না ফিরে
সে তো সুখ খুঁজে বেড়ায় নতুন কোনো
মানুষেরই মাঝারে।

আসি বলে গেলো বন্ধু আইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না
যাওয়ার কালে প্রান বন্দে নয়ন তুইলা চাইল না
আসি বলে গেলো বন্ধু আইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না

Many people writing wrong as
Amar Mone Jare Chai
Amar Mone Jare Cay
Amar Mon Jare Chay
Amar Mone Jare Chai
Amar Mone Jare Cay

Leave a Reply