Anath (অনাথ) by Avash New Song | Onather Keu Nei | অনাথের কেউ নেই – Tanzir Tuhin | 2021 Lyrics
Anath by avash lyrics, Anath by Tanzir Tuhin, Anather keu nei by tanjir tuhin avash band new song 2021. You can download this song full mp3 version from other source or watch full music video of Onather keu nei from Avash band official YouTube channel. Here i provide only lyrics of this song Anather keu nei. Avash band new bangla song 2021. Anather keu nei. sunged by tuhin who is ex member of shironamhin.
Song information:
Singer: তানজির তুহিন
Lyric: Nehon, Shawon
Tune and Music: Shown, Avash
Vocal: Tanzir Tuhin
Band Members
Tanzir Tuhin : Voice
Raajue Sheikh – Bass
Sumon Monjurul – Guitar
Rinku Imam – Drums
Shawon Kaium – Keys
অনাথ – অনাথের কেউ নেই গানের লিরিক্স – আভাস ব্যান্ড
কথা ছিল প্রাণ সমতার সব, বেঁধেছিল হাত বুঝে কলরব,
শুদ্ধ শান্ত মমতার ভীড়ে, খোলা জানালার ফিকে রোদ্ধুরে,
নবপ্রাণ শিশু কোমল আঁধারে, প্রাণ সংশয় ভয় তার চোখে,
ক্ষমতাহীন একা তার শুরু, জীবনের কথা বলা।
নেই কেঁদে ফুলে ওঠা চোখ তার, সেই কথা ভুলে ওঠা কবেকার,
ভুলে গেছি প্রাণ সমতার দিন, যাপিছে জীবন অনাহার।
তবে ফিরে এসে তুমি অবতার, তুলে নিয়ে গেছো যত অনাচার,
বুক চেরা যত হাহাকার দিয়ে, স্বপ্ন বুনননে স্ব-আশার…
অনাথের কেউ নেই, বঞ্ছিত সব কিছুতেই,
হাহাকার চিৎকার আছে, পাশে কেউ নেই,
শূন্য নিথর আজ পৃথিবী তাহার, হতাশার চাদরে ঘুমহীন আঁধার।
আদরের বুকেতেই বেঁধে রাখা, দোরে শিয়রেই,
দয়াময় স্রষ্টায় দুখ ভোলা আমি সেই, পূর্ণ ধারায় আজ মিনতি যাহার,
ছায়ামরু মহাপুরুষের, ভালোবাসা আবার।
[AdsWithin]
অনাদর অবহেলা নয়, বেঁধে রাখো সপ্ন আশায়,
তোমাদের বুকে আজ থাক, ভালোবাসা জয়,
নতশিরে সকলে এগিয়ে, দুহাত দেই বাড়িয়ে,
ভুল ভ্রান্তির উৎসব থেমে যাক, ভালোবাসার ডোরে।
খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা, ছুড়ে শূন্য স্বপ্নসম হতাশার।
অবিচার সব থেমে যাক, পড়ে থাক অজানায়…
অনাথ এর কেউ নেই, বঞ্ছিত সব কিছুতেই
হাহাকার চিৎকার আছে, পাশে কেউ নেই,
শূন্য নিথর আজ পৃথিবী তাহার, হতাশার চাদরে ঘুমহীন আঁধার।
Anath – Anather Keu Nei Song Lyrics By Avash
Anath er Keu Nei Bonchito shob kichutei
Hahakar chitkar ache, pashe keu nei,
Shunno nithor aj prithibi tahar, hotashar chadore ghumhin adhar.
Kotha chilo pran somotar shob, bedhechilo hat bujhe kolorob,
Shuddho shanto momotar vire, khola janalar fike roddhure
Nobopran shishu komol adhare, pran shongshoy tar chokhe
Khomotahin eka tar shuru, jiboner kotha bola.