Tumi Valobeshe Dile Faki – তুমি ভালোবেসে দিলে ফাঁকি | Samz Vai Bangla New Song 2020 Lyrics
Tumi Valobeshe dile faki, Tumi bhalobeshe dile faki by Samz Vai new song. you can download this song mp3 from other source or watch full music video from Eagle Music Video station youtube channel. here i provide only lyrics of this song. Ki karone chole gele diye gele bedona. কি কারণে চলে গেলে। Tumi valobasa dila faki.
Song information:
Bhalobeshe Dile Faki, Eagle Music brings a new love song for Bengali music lovers. Presenting official music video of Valobese Dile Faki — ভালবেসে দিলে ফাঁকি, exclusively only on eagle music’s special music video channel “Eagle Music Video Station”.
Song: Bhalobese Dile Faki
Singer: Samz Vai
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Belal Khan
Music: Ankur Mahamud
তুমি ভালোবেসে দিলে ফাঁকি গানের লিরিক্সঃ
কী কারণে চলে গেলে দিয়ে বেদনা
একা ভালো থাকবে তুমি কথা ছিলনা।
চোখের নিচে কালো দাগ দেখেও দেখলে না
নিজের ভালো বুঝলে ঠিকই আমায় বুঝলে না।
তুমি ভালোবেসে দিলে ফাকি
এত কষ্ট কোথায় আমি কিভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশি ভালোবাসে কি?
[AdsWithin]
কত আশা ছিল মনে কত যে পথচলা বাকি
এত কিছুর পরে আমি আসবে ফিরে স্বপ্ন দেখি
কত আশা ছিল মনে কত যে পথচলা বাকি
এত কিছুর পরে আমি আসবে ফিরে স্বপ্ন দেখি
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম
তাই আমার এই পরিণতি
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে কি ভালবাসে কি?
এত ব্যাথা পোড়া বুকে চোখে জল রাশি রাশি
দিয়েছিলে কত কথা সব কি ছিল মিছামিছি
এত ব্যাথা পোড়া বুকে চোখে জল রাশি রাশি
দিয়েছিলে কত কথা সব কি ছিলো মিছামিছি
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম
তাই আমার এই পরিণতি।
তুমি ভালবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কিভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশি ভালোবাসে কি?