Maatir Rong Song By Anupam Roy & Piya Lyrics (মাটির রং) | Anupom Roy New Bengali Song 2020
Maatir Rong Song Lyrics (মাটির রং)by Anupam Roy in 2020. Mayer Shari reling theke jhole matir rong, Matir ronge matir kahakachi. Matir Rong Lyrics By Anupam Roy and Piya. মাটির রং গান। Matir rong song lyrics here but you can download full mp3 song from other source. here i only provide lyrics of maatir rong or watch full music video unplugged from Anupam’s official youtube channel.
Song information:
Lyrics & Music – Anupam Roy
Vocals – Piya and Anupam
Guitar – Anupam
Live Mix – Debojit Sengupta
Artwork – Sujoy Chowdhury
Song: Maatir Rong
Singer, Music, Lyrics: Anupam Roy (অনুপম রায়)
Album: Bakyobageesh (2014)
মাটির রং গানের কথা বা লিরিক্স:
মায়ের শাড়ি রেলিং থেকে ঝোলে,
এক দু ফোঁটা জলের কণা পাই ।
আমার পাড়ার রিকশাওয়ালা
গান শুনিয়ে গেল,
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই ।
মাটির রঙে, মাটির কাছাকাছি
কুয়োর নীচে, অনেক নীচে জল ।
গ্রীষ্মকালে বাছুর গুলো দারুণ রোদে কাঁদে,
রাস্তা মোছে দিনের কোলাহল ।
আ… আহা
আ… আহা
আমার গাছে পায় নি যারা ছায়া,
আমার গাছে পায় নি যারা ফল ।
তাদের কাছে আমায় নিয়ে চলো,
তাদের বুঝি অন্য কোনো দল ।
তাদের বুঝি জানালাগুলো বন্ধ করে রাখা,
তাদের বুঝি দু’চোখ ভরা জল ।
বৃষ্টি এলে মাখবো কাদা মাঠে,
চুল ভেজাব ইচ্ছে করে রোজ ।
নোংরা জলে হাত ডোবাব কব্জি থেকে কনুই,
পেতেও পারি নতুন কোনো খোঁজ ।
আ… আহা
আ… আহা
[AdsWithin]
কখন তুমি ডাক পিওনে আসো,
কখন ছুটি পাথর ফেলা বাঁক ।
যখন কিছু কচুরিপানা ভেসে,
খেজুর গুড়ে শীতের কালে হাঁক ।
ওদের বুঝি বায়না করা স্বভাব ধরে গেছে,
আজকে তবে ওদের কথা থাক ।
মায়ের শাড়ি রেলিং থেকে ঝোলে,
এক দু ফোঁটা জলের কণা পাই ।
আমার পাড়ার রিকশাওয়ালা
গান শুনিয়ে গেল,
পাঁচিল ঘেরা বাগান কাছে যাই ।
আ… আহা
আ… আহা
Matir Rong Song Lyrics in Bengali:
Maa er shari railing theke jhole,
Ek du fota joler kona pai
Amar parar rikshawala gaan shuniye gelo,
Pachil ghera bagan kache jai.
Maatir Rong a maatir kachakachi.
Kuyor niche, onek niche jol.
Grishmokale bachur gulo darun rode kade
Rasta moche diner kolahol.
a…aha
a…aha