Bastob (বাস্তব) By Avash Band | Tanzir Tuhin New Bangla Song 2020 Lyrics
Bastob Song Lyrics By Avash, Tanzir Tuhin New Song 2020. you can download this song from other online source. here i will provide you the full lyrics of this song.
Song information:
Song: Bastob / Bastab / বাস্তব
Band: আভাস
Tanzir Tuhin – Vocal
Raajue Sheikh – Bass
Sumon Monjurul – Guitar
Rinku Imam – Drums
Shawon Kaium – Keys
বাস্তব গানের লিরিক্স
তোমার আমার জীবনটা,ভিন্ন কিছু নয়,
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়।
একি ভাবে বেঁচে আছি ইশ্বর তা জানেন,
এই শহরের অলি গলি ভ্রান্ত কথার মানে।
শুদ্ধ কথার রীতি নীতি,পেট চুক্তির ওই কাব্যগীতি,
হটকারিতার লেবাস গায়ে এই শহরটায়
শেকল পায়ে যে মানুষটা হেটে যায় কি বা পায়,
হেটে হেটে অবশেষে দিন গুলো কেটে যায়…
সপ্নটা যায় হারিয়ে,আমি এখন একা একা বসে ভাবি
যায় সীমানা ছাড়িয়ে,জীবন যখন যেন বোধের চেয়েও ভারী
কেউ মানেনা………
গলির ভিতর ছোট্ট বাসা,ইচ্ছে গল্পে বিশাল আশা
মনের ভেতর প্রশ্ন ঘোরে,ঘুম ভেঙ্গে যায় ধূসর ভোরে…
[AdsWithin]
মনের দংশন মনের বাঁধন,কৃতকর্মে সময়ের সাধন
প্রথাগত জীবনের চাপে এই শহরটায়
অন্ধরাতে যে নাবিকটা ভেসে যায়,কিবা পায়
ভেবে ভেবে অবশেষে দিন গুলো কেটে যায়….
গল্পটা যায় হারিয়ে,আমি এখন একা একা বসে ভাবি,
যায় সীমানা ছাড়িয়ে,জীবন যখন যেন বোধের চেয়েও ভারী
কেউ জানেনা………
Vebe Vebe obosheshe din gulo kete jay
khoto jay hariye ekhon eka eka vabi
Jay simana chariye jibon jokhon jemon.
Bastob song lyrics coming soon.
After leaving the Shironamhin – শিরোনামহীন, Tanzir Tuhin create a new band called ‘Avash’. The band has already released two songs. On August 23, their first song ‘Manush-1’ was released and then the second song of the band’s name ‘avash’ was released on January 26 last year. This time their third song ‘Bastob’ is coming to light. In the meantime the song work is done. Tuhin’s words reflect the melody of the song. Concerning the new song, Tanjir Tuhin said, many heard positive comments on the lyrics and melody of our second song ‘Avas’. This time it is happening. Hopefully, something good will happen.
Those who are on the side, always expect to be there. In the first week of February, Tanzir Tuhin said the song-video ‘Bastab’ will be released on Avas’ official YouTube channel. Last year, ‘Abhash’ was a great discussion with ‘Awas’. The song responds well to the audience. Many people shared the song through social media and greeted Tanjir Tuhin and Avas. Through the song, the band has a lot of popularity and strong standing across the country.