Tor Hoye Jete Chai (তোর হয়ে যেতে চাই) By Jeet Abir & Nusrat Asur Bengali Movie Song Lyrics
Tor Hoye Jete Chai Song Lyrics from Asur Movie. You can download this song mp3 from other source or watch full video song from youtube or watch full movie from Cinema Hall.
Song : Tor hoye jete chai
Movie : Asur
Singer : Md irfan & Sayani Palit
Music : Amit mitra
Lyrics : Dipankar
Story, Screenplay & Direction : Pavel
D.O.P. : Joydip Bose
Producers : Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label : Grassroot Entertainment
Tor Hoye Jete Chai Song Lyrics In Bengali :
আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই
তোর হয়ে যেতে চাই
পারবো কি আমি বল
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই.
তোর হয়ে যেতে চাই
তোর হয়ে যেতে চাই
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস
হয়তো জয় করছে পথ
মিলবোই দুজনে,
হয় কি সে থমকে যায়
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই
তোর হয়ে যেতে চাই
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই
তোর হয়ে যেতে চাই
তোর হয়ে যেতে চাই
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই
তোর হয়ে যেতে চাই
কেন এতো দাবানল।
তোর হয়ে যেতে চাই লিরিক্স – অসুর :
Amar beche thaka karon sudhu tui
Toke ache bola aaj etukui
Jani thiki dhorbire haat shunno pothe
Dekh cholche ekhon din-raat kono mote
Khoto ki jodi basis bhalo amay
Tor hoye jete chai.
khoti ki jodi bashish valo amay
tor hoye jete chai tor hoye jete chai
parbo ki ami bol
tor hoye jete chai
Ekbar chuye de, jeno jai re bhije
Se prem shrabon kothay khuje pai.