বাইরের দেশের মডেম বা ফোন গুলোর এই একটাই সমস্যা, নেটওয়ার্ক লক করা থাকে যা অন্য দেশের নেটওয়ার্কে গেলে ব্যবহার করা যায় না। মডেম আনলক করার ক্ষেত্রে DC Unlocker ব্যাবহার করে অতীতে সফল হয়েছিলাম তাই আশা করি আপনার ক্ষেত্রেও কাজ করবে। চেষ্টা করে দেখুনঃ
১। প্রথমে এখানে ক্লিক করে DC Unlocker ডাউনলোড করে নিন।
২। জিপ ফাইলেটি এক্সট্রাক্ট বা আনজিপ করুন।
৩। ভিতরে “dccrap.exe” নামের একটি ফাইল পাবেন। এটি ডাবল ক্লিক করে চালু করুন।
৪। আপনার ইন্টারনেট ডিসকানেক্ট করুন এবং যে সিমটিতে ইন্টারনেট লাইন ছিলো তা খুলে অন্য কোনো সিম প্রবেশ করান। এবং মডেমটি পিসির সাথে পুনরায় কানেক্ট করুন।
৫। তারপর ওপর থেকে “manufacturer” সিলেক্ট করুন এবং আপনার মডেমটি যে কোম্পানির তা দেখিয়ে দিন।
৬। তারপর Select Model থেকে আপনার মডেমের মডেল দেখিয়ে দিন।
৭। তারপর magnifying glass, এ ক্লিক করুন । তখন আপনার মডেম সার্চ করবে।
৮। ডিভাইস পেয়ে গেলে Unlocking menu থেকে “unlock” সিলেক্ট করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন এবং আনলক হয়ে গেলে Successfull Unlocking ম্যাসেজ দিবে। তখন বুঝবেন যে আপনি সফলভাবে আনলক করতে পেরেছেন।