HELPFUL HUB

HelpfulHub.com exists to help people help themselves.

টরেন্ট ফাইল ডাউনলোড করুন পিডি প্রক্সি দিয়ে স্বাধীনভাবে।

অনেকদিন ধরে এরকম একটা সমাধান খুঁজছিলাম। অবশেষে খেয়াল করলাম Flashget। Flashget বিনামূল্যে পাওয়া যায় যেসব ডাউনলোড ম্যানেজার সেগুলোর মধ্যে শীর্ষে। এটা বেশ দারুণ একটা ডাউনলোড ম্যানেজার। এতে টরেন্ট ডাউনলোডার বিল্ট-ইন আছে। তাই এটা দিয়ে টরেন্ট ফাইলও ডাউনলোড করা যায়। পিডি প্রক্সি মূলত uTorrent আর Bittorrent-কে ডিটেক্ট করে এখন পর্যন্ত। আর তাই Flashget-এর দ্বারা অনায়াসে টরেন্ট ডাউনলোড করতে পারবেন পিডি প্রক্সির ফ্রী অ্যাকাউন্ট ব্যবহার করে।

ফ্ল্যাশগেট ডাউনলোড করুন নীচের ওয়েবলিঙ্ক থেকে

http://down5.flashget.com/flashget3.7.0.1203en.exe

মূল ওয়েবসাইটঃ http://www.flashget.com

Updated: May 11, 2013 — 1:47 pm

3 Comments

Add a Comment
  1. অদৃশ্য মানুষ

    স্পীড কেমন পাওয়া যাবে?

  2. নেট স্পিড ভাল থাকলে BitTorrent Client বা uTorrent Client-এর কাছাকাছি স্পিড পাওয়া যায়। পার্থক্য মোটেই ধরা যায় না। তবে মাঝে মাঝে BitTorrent Client বা uTorrent Client-এর চেয়েও ভাল স্পিড পাওয়া যায়। পিডি প্রক্সির অভিজ্ঞতা মিশ্র। পিডি প্রক্সি দিয়ে এখন তেমন স্পিড পাওয়া যায় না। কানেক্ট করাই দুস্কর হয় মাঝে মাঝে (বেশি সমস্যা হচ্ছে তাদের যারা জিপি মোডেম ব্যবহার করে)। আইডিএম দিয়েও ডাউনলোড করা সময়সাপেক্ষ হয়ে গেছে। আবার অনেকেই নাকি প্রথম সময়ের মতই স্পিড পাচ্ছেন।
    ধন্যবাদ।

  3. স্পিড কিছুটা কম আসে টরেন্ট ডাউনলোড করার সময়। কারণ কিছু ইনফরমেশন আপলোড হয়, তাই। এজন্য Option থেকে Download Setting> Speed এ গিয়ে Upload Sped 0 এর পরিবর্তে ২-৩ কিলোবাইট করে দিন। আইডিএম-এর মত স্পিড পাবেন। আমার এভাবে সমাধান হয়েছে।

Leave a Reply

HelpfulHub Blog © 2025 HelpfulHub.com