1000 ভিউ $2 ডলার ক্যাপচা এন্ট্রির বিকল্প

আজকে আমি যেটা নিতে আলোচনা করছি সেটা কেপচা এনট্রির মত। শুধু এটার এডমিন নিজেই কারো কাছে কাজ চাইতে হবে না। আপনার কাজ আপনিই তৈরি করে নিতে পারবেন। অনেক সাইট আছে যেখানে কেপচা এনট্রি অনেক সমস্যা তাছাড়া  ওদের সার্ভারে অনেক চাপ থাকে। রেট অনেক কম। সর্বনিম্ন Withdraw 0.01$ আমার  মনে এতো কমেই Withdraw দেই এমন সাইট আর নেই।১০০০পুরন করলে  $0.70 বা  তারও কম। কিন্তু এই সাইটে ২ডলার ১০০০ এন্ট্রিতে পেমেনট নিশ্চিত ।  একটু ঝামেলা তবে আমি নিয়ম দেখিয়ে দিলে একাবারে সহজ মনে হবে। আপনি এই সাইটেঅ্যাকাউন্ট খোলার পর আপনাকে ফটো আপলোড করতে হবে। তারপর সেই ফটো শেয়ার করতে হবে। সেখানে  লিংক দেওয়া থাকবে সকল ফটোর। এই ফটো যতবার ভিউ করবে তার উপর ইনকাম। প্রতিটি ফটো তে কেপচা আসবে এভাবে ১০০০ ভিউ করলে হবে ২ডলার। এখন চিন্তা হচ্ছে, আপনার শেয়ার করা ফটো লিংক ভিউ করে দেখবে কে তাইতো আমি আছি না। আপনি এখন ফটো আপলোড করেন ৭০টা বা  তার বেশি। কম কিলোবাইটের যেন আপলোড এবং ভিউ করতে কম ডাটা খরচ এবং সময় কম লাগে। আপনি যে ফটোগুলো আপলোড করতে চান। সে গুলো সিলেক্ট করে Dashbord এ ড্রপ নিয়ে ছেড়ে দিবেন বেশ আপলোড শুরু হয়ে যাবে। অথবা Upload এ গিয়ে Select করে upload দিন। এর পর আপনার যে কাজ সেটা হল আমরা যারা নেট ইউজ করি কিছুক্ষন পর পর নেট ডিসকানেকট হয়ে যায়। বা ইচ্ছা করে করি। প্রতিবার কানেকট করলে আমাদের নতুন আইপি দেয়া হয় এটাই আমাদের দরকার । এক আইপি দিয়ে একবারি ভিউ হবে তাছাড়া আপনার এমাউনট যোগ হবে না।  আপনি যে ফটোগুলো আপলোড করেছিলেন তার প্রতিটির একটি করে লিংক দেয়া আছে। সেই লিংক গুলি আপনার ব্রাউজার এ ওপেন করুন। এবং পুরন করুন। প্রতিবার ট্যাব বন্ধ করে লিঙ্ক দিয়ে ওপেন করা ঝামেলা। তাই সব লিংক এক সাথে ওপেন করুন।  এর পর Ctrl+Shift+D চাপুন সেভ বুকমার্ক আসবে। নাম দিয়ে সেভ করুন। আপনার কেপচা পুরুন হলে নেট ডিসকানেক্ট করে আবার কানেকট করে নতুন উইনডো নিন। এখন Bookmark থেকে যে নাম দিয়ে সেভ করেছিলেন সেটির ভিতর সবার নিচে আছে Open all in tabs সেটা কিল্ক করলে আবার লোড হবে। এভাবে কাজ করতে পারবেন। তাছারা Facebook, Twitter এ শেয়ার করতে পারেন। এই সাইটের ভিতরে একটু কাজ করতে হবে। My Account এ প্রবেশ করুন এখানে main traffic sources এর ঘরে লিখুন twitter.com,twitter, skype.com,skype আপনার কাজ শেষ। আপনি ১ ডলার হলেই Money Withdraw করতে পারবেন। তাছাড়া আপনি রেফার করেও ২০% ইনকাম করতে পারবেন। Refferral Area তে গিয়ে আপনার রেফার লিঙ্ক নিয়ে ঐ লিঙ্কে জয়েন করালে ইনকাম আসবে। আপনার রেফার লিঙ্ক ফেসবুক টুইটার এ শেয়ার করুন।
আপনার ডলার ট্রান্সপার করতে হবে Paypal অথবা payza তে।
তাহলে দেরি না করে এখুনি সাইন আপ করুন এখান থেকে।

Leave a Reply