হাইব্রিড অপারেটিং সিস্টেম- এক নতুন বিপ্লবঃ FenOS
আমরা যারা পিসি ব্যবহার করি তাদের কমবেশি সবাই অপারেটিং সিস্টেম কথাটার সাথে পরিচিত। এটা ছাড়া পিসির অন্যান্য যন্ত্রাংশ নির্জীব জড় পদার্থের মত। ব্যক্তিগত ও প্রফেশনাল বিভিন্ন পর্যায়ে অনেক অপারেটিং সিস্টেম তৈরী হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে মাত্র ৩টা অপারেটিং সিস্টেম বাজারে আধিপত্য বজায় রেখেছে এবং সেগুলো হলঃ
১. উইন্ডোজ অপারেটিং সিস্টেম,
২. লিনাক্স অপারেটিং সিস্টেম, ও
৩. মেকিনটোশ অপারেটিং সিস্টেম।
এগুলোর মধ্যে উইন্ডোজ ডেক্সটপ/ ল্যাপটপ জগতে প্রথম স্থান দখল করে আছে। লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম সার্ভার পিসির জগতে প্রথম স্থান দখল করে আছে আর মেকিনটোশ ডেক্সটপ পাবলিশিং জগতে প্রথম স্থান দখল করে আছে। প্রত্যেকটি অপারেটিং সিস্টেম-এর গঠনপ্রণালী ভিন্ন ভিন্ন হওয়ায় এক অপারেটিং সিস্টেম-এর জন্য তৈরী করা প্রোগ্রাম অন্য অপারেটিং সিস্টেম-এ চলে না। কিন্তু উইন্ডোজ-এর জন্য তৈরী করা কিছু প্রোগ্রাম আছে যার কোন ভাল বিকল্প অন্য অপারেটিং সিস্টেম-এর জন্য নেই। আবার একইভাবে লিনাক্স ও মেকিনটোশ-এর জন্য তৈরী করা কিছু প্রোগ্রাম আছে যার কোন ভাল বিকল্প উইন্ডোজ-এর জন্য নেই।
আর তাই উচ্চাকাঙ্ক্ষী একদল ডেভেলপার তৈরী করেছেন একটি হাইব্রিড অপারেটিং সিস্টেম যা উইন্ডোজ, লিনাক্স, মেকিনটোশ, ও সান সোলারিস এর জন্য তৈরী করা প্রোগ্রামগুলো চালাতে পারবে এবং তা হবে কোন এম্যুলেটর সফটওয়্যার বাদেই। অপারেটিং সিস্টেমটির নাম হল FenOS. এর অফিসিয়াল ওয়েবসাইট হলঃ www.myfenos.com।
বর্তমানে এটা চূড়ান্ত পর্যায়ের প্রায় কাছাকাছি এবং প্রতিষ্ঠানটি বর্তমানে প্রি-অর্ডার নিচ্ছে। এটার 0.95 ভার্সন ছাড়া হবে জুলাই মাসে।