HELPFUL HUB

HelpfulHub.com exists to help people help themselves.

ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন ফ্রি ভিপিএন দিয়ে (গ্রামীনফোন, এয়ারটেল, বাংলালিংক ও রবি, বাংলালায়ন, কিউবি সহ সকল অপারেটর)

প্রথমেই বলে নিচ্ছি আমি আমি ইচ্ছে করেই এই ফ্রী ইন্টারনেট নিজে ব্যবহার করি না শুধু মাত্র আপনাদের জন্য পোস্টটি করলাম। এই পদ্ধতিতে গ্রামীনফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি এবং টেলিটক সহ আরও বাংলালায়ন, কিউবি তেও ফ্রী ইন্টারনেট চালানো যাবে। এই ফাঁকে আরও একটি কাজ আপনাকে করতে হবে। আপনার মোবাইলে ইন্টারনেট চালানোর জন্য যে কোন একটি প্যাকেজ চালু করে নিন। সব থেকে কম দামী এবং ছোট কোন প্যাকেজ হলেও চলবে। প্যাকেজ যতদিন আপনার আনলিমিটেড লাইন তত দিন থাকবে।

[ বিজ্ঞাপনঃ ভিজিট করুন বাংলাদেশের সর্ব প্রথম মান সম্মত এবং সম্পুর্ন প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম হেল্পফুল হাব এখানে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পেয়ে যাবেন। এছাড়াও হেল্পফুল হাবের সাথে নিরবিচ্ছিন্ন থাকার জন্য ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকুন]

আপডেটঃ পুর্বের ট্রিকস ব্যবহার করে ইন্টারনেট চালানো যাচ্ছে না তাই কিছুটা আপডেট করা হয়েছে।

আমি দুটি পদ্ধতি বর্ননা করলামঃ

[like_to_read]

এই মুহুর্তে শুধু মাত্র পিডি প্রক্সির মাধ্যমে ফ্রী ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। এটি সম্পর্কে জানতে আপনারা অনুগ্রহ পুর্বক এখানে ক্লিক করুন । এবং আপডেট কিছু পেতে ফেসবুক গ্রুপ এর সাথে যুক্ত থাকুন। তবে নিচের দুটি পদ্ধতি আপাতত কাজ করছে না।

==============================

প্রথম পদ্ধতি

আমি আপনাদের কে পদ্ধতিটি ধাবে ধাবে বর্ননা করবো। খুবই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে যে সফটওয়্যারটি আমাদের দরকার হবে সেটি ডাউনলোড করে নিন এখান থেকে  (যদিও এটার কোন কাজ নেই)।

আপনি যদি উইন্ডোজ সেভেন বা এইট ব্যবহারকারী হয়ে থাকেন তা হলে আপনাকে অতিরিক্ত আরও একটি কাজ করতে হবে। প্রথমে আপনার কম্পিউটারে যেখানে উপরের সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেই ফোল্ডারে যান। যদি আপনার উইন্ডোজ C ড্রাইভে থাকে তা হলে এই লোকেশানে যানঃ C:\Program Files\proXPN\bin

ঐ bin ফোল্ডারের মধ্যে দুটি ফাইলে একটু কাজ করতে হবে। openvpn.exe ও  proxpn.exe নামের দুটি ফাইলের উপর রাইট ক্লিক করুন তারপর Compartiblity ট্যাব এ যান এবং নিচে Privilege level এর অধিনে Run this program as an administrator এ একটি টিক দিয়ে Ok করুন।

এবার আর একটি কাজ বাকি আছে। এখান থেকে ডাউনলোড করে নিন ফাইল গুলো। তারপর তা আনজিপ করে যে কোন জায়গায় রাখুন। ঐ ওটার মধ্যে দেখুন vpnbook-udp53.ovpn নামের একটি ফাইল আছে ওটাতে রাইট বাটন ক্লিক করে Start proXPN on this config file এ ক্লিক করুন। তারপর ডস প্রমট বা কমান্ড প্রমট এর মতন একটি উইন্ডো চালু হবে। সেখানে আপনাকে ছোট্ট একটি জিনিস লিখতে হবে। ওখানে দেখবেন ইউজারনেম এবং পাসওয়ার্ড চাইবে। নিচের ইউজারনেমটি কপি করে ওখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিন। তারপর Enter চাপুন। ঠিক একই ভাবে পাসওয়ার্ডটিও দিবেন তবে পাসওয়ার্ড কপি করে দিলে কিছু দেখা যাবে না তারপরেও আপনি একবার পেস্ট করে দিবেন।

Username: freeopenvpn

Password: J8hfCiu6W

আপনার কাজ প্রাই শেষ, পাসওয়ার্ড দেওয়ার পর Enter চাপুন তারপর কিছুক্ষন অপেক্ষা করার পর দেখুন নিচের ছবির মতন কিছু একটা এসেছে কিনা। Initialization Sequence Compeleted এই লেখাটি আসার মানে হচ্ছে আপনার কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এবার আপনি ফ্রী ইন্টারনেট উপভোগ করুন।

তবে যদি কখনো কাজ না করে তার জন্য আমি দায়ী নই, কারন যে কোন মুহুর্তে যে কোন মোবাইল অপারেটর এটি বন্ধ করে দিতে পারে।  এই পদ্ধতি বন্ধ হলে নতুন পদ্ধতি বের হবে। আর নতুন কিছু পেলেই আপনাদের কে জানিয়ে দেওয়া হবে। অনুগ্রহপুর্বক http://www.facebook.com/groups/helpfulhub/ এর সাথে যুক্ত থাকুন তাহলে আপডেট কিছু পেলে আপনারা জানতে পারবেন।

এই মুহুর্তে জানতে পারলাম এটা কিউবি এবং বাংলালায়নে নাও কাজ করতে পারে কারন তারা UDP Port 53 ব্লক করে দিয়েছে।

 

 

সকালে দেখলাম ফ্রী ইন্টারনেট নিয়ে পোস্ট করা হয়েছিল কিন্তু পরে আর দেখলাম না পরে জানতে পারলাম সেটি নাকি কপি-পেস্ট করার কারনে মডারেটর ডিলিট করে দিয়েছেন। আমি এই পোস্টটি সম্পুর্ন হেল্পফুল হাব কে উৎসর্গর করলাম। অনুগ্রহপুর্বক কেউ কপি করলে অবশ্যই আমার এই পোস্ট এর লিংক সোর্স হিসাবে ব্যবহার করবেন।

দ্বিতীয় পদ্ধতিঃ

১। প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। দেখবেন আপনার কম্পিউটারের স্ক্রীন এর নিচের ডান পাশের অংশে অর্থাৎ সিস্টেম ট্রে তে নতুন একটি আইকন দেখা যাচ্ছে। OpnVPN এর। অখানেই আমাদের কাজ।

২। যদি উইন্ডোজ ৭/৮ ব্যবহারকারী হয়ে থাকেন তা হলে আপনাকে অতিরিক্ত আরও একটি কাজ করতে হবে। প্রথমে আপনার কম্পিউটারে যেখানে উপরের সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেই ফোল্ডারে যান। যদি আপনার উইন্ডোজ C ড্রাইভে থাকে তা হলে এই লোকেশানে যানঃ C:\Program Files\OpenVPN\bin

ঐ bin ফোল্ডারের মধ্যে দুটি ফাইলে একটু কাজ করতে হবে। openvpn.exe ,  proxpn.exe ও  openvpn-gui.exe নামের ৩টি ফাইলের উপর রাইট ক্লিক করুন তারপর Compartiblity ট্যাব এ যান এবং নিচে Privilege level এর অধিনে Run this program as an administrator এ একটি টিক দিয়ে Ok করুন। প্রত্যেকটি ফাইল এর জন্যেই আলাদাভাবে এই কাজ করতে পারেন। এটার মানে হচ্ছে Administrator অনুমতি দেওয়া হল।

৩। এখান থেকে ফাইলটি ডাউনলোড করে আনজিপ বা এক্সট্র্যাক্ট করুন যে কোন ফোল্ডারে তারপর তার মধ্যে vpnbook.crt ও vpnbook-udp53.ovpn নামের দুটী ফাইল আছে ঐ দুটি ফাইল কপি করে যেখানে পুর্বের সফটওয়্যারটি ইন্সটল হয়েছে অর্থাৎ  C:\Program Files\OpenVPN\config ফোল্ডারের মধ্যে ফাইল দুটি পেস্ট করুন। কাজ শেষ এবার ১ নম্বর ধাপে য সফটওয়্যারটি ইন্সটল করেছিলেন টার আইকন দেখুন নিচে টাস্কবারের ডান পাশে দেখা যাচ্ছে। ওখানে রাইট ক্লিক করে Connect এ ক্লিক করুন। তারপর Username ও Password চাইবে।

Username: freeopenvpn

Password: J8hfCiu6W

উপরেরটা বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। কিছুক্ষনের মধ্যেই দেখবেন কানেক্ট হয়ে যাবে। তারপর দেখবেন কাজ হছে। এটাতে স্পীড ভালো পাবেন এবং ব্লক হওয়া সাইট গুলোতেও এখন ঢোকা যাবে। যেমনঃ ইউটিউব।

তবে যদি কখনো কাজ না করে তার জন্য আমি দায়ী নই, কারন যে কোন মুহুর্তে যে কোন মোবাইল অপারেটর এটি বন্ধ করে দিতে পারে।  এই পদ্ধতি বন্ধ হলে নতুন পদ্ধতি বের হবে। আর নতুন কিছু পেলেই আপনাদের কে জানিয়ে দেওয়া হবে। অনুগ্রহপুর্বক http://www.facebook.com/groups/helpfulhub/ এর সাথে যুক্ত থাকুন তাহলে আপডেট কিছু পেলে আপনারা জানতে পারবেন।

কোন প্রশ্ন জানার থাকলে এখানে জিজ্ঞেস করতে পারেন।

[/like_to_read]

 

 

 

free interent ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন, ফ্রী ইন্টারনেট চালান, free ইন্টারনেট, ওলো,ollo,100% ফ্রী ইন্টারনেট, ১০০% ফ্রী ইন্টারনেট, নতুন পদ্ধতি, ফ্রী ইন্টারনেট এর নতুন পদ্ধতি, নতুন ভিপিএন, new vpn ফ্রী ইন্টারনেট, new configuration, নতুন কনফিগারেশান,

33 Comments

  1. আমি অনেক দিন ধরেই এই সিস্টেমে চালাচ্ছি কিন্তু আপনি যেভাবে পোস্ট করে বেড়াচ্ছেন তাতে তো আর ব্যবহার করতে পারব বলে মনে হয় না। প্লিজ ভাই পোস্ট ডিলিট করেন। তা না হলে ওরা এই সিস্টেমটা বন্ধ করে দেবে।

    1. ভার্চুয়াল

      আমি যদি এখন এই পোস্টে বিস্তারিত না দিয়ে শুধু একটা মোবাইল নাম্বার বা ইমেইল অ্যাড্রেস দিয়ে বলতাম যে আমার সাথে যোগাযোগ করুন তা হলে অনেকেই নেগেটিভ ভাবতো।

  2. accha aita te connect houar jonno ki net e connect thakte hobe naki aita offline ei kora jabe?

    1. ভার্চুয়াল

      আপনি যখন ইউজারনেম আর পাসওয়ার্ড দিবেন তখন অবশ্যই আপনাকে কানেক্ট থাকা লাগবে। ধন্যবাদ

  3. username & pass debar somoy connection thakte hole oi somoy net kivabe pabo

    1. ভার্চুয়াল

      এই জন্যেই তো প্রথমে ছোট একটি ইন্টারনেট প্যাকেজ নিতে বলা হয়েছে।

  4. করলাম। এ প্রক্রিয়ায় প্রতিবার কানেক্ট করার জন্য কি কোন বিশেষ কিছু করা লাগবে?

  5. সব কিছু ঠিক ভাবে করার পরেও দেখি ডাটা খরচ দেখাচ্ছে। ঘটনা কি??

    1. ভার্চুয়াল

      সব কিছু ঠিক ঠাক করলে তো হওয়ার কথা। বন্ধ করে দিল না তো? আপনি কোন কানেকশান ইউজ করছেন জানাবেন কি?

  6. Is it possible in ollo also….?

    1. ভার্চুয়াল

      আমি এটা মূলত ২ মাস আগে জেনেছিলাম। তখন জেনেছিলাম যে এটা নাকি যে কোন অপারেটরে কাজ করবে। সেই হিসাবে ollo তে করা উচিত। তবে আমি কখনো পরিক্ষা করে দেখিনি। আমি শুধু বাংলালিংকে চালিয়েছিলাম একবার।

  7. free net bondo korbo kivave?

    1. ভার্চুয়াল

      এটা তো ভাবিনি! 😀 তবে সফটওয়্যারটি রিমুভ করলে বন্ধ হওয়ার কথা।

  8. free internet kibabe qubee te use korbo?

    1. ভার্চুয়াল

      সম্ভবত এখন কিউবিতে হবে না।

  9. aita ki banglalink a kj korbe?? apnar ki kj korsilo?? amar to hoina mb ses hoiaa gese.

    1. ভার্চুয়াল

      আমি বাংলালিংকে দুই মাস আগে চালিয়ে সফল হয়েছিলাম। তবে আমার আনলিমিটেড প্যাকেজ নেওয়া আছে তাই আমি এই মুহুর্তে বাংলালিংক চালিয়ে পরিক্ষা করতে পারছি না তবে অন্যদের কাছে শুনে আপনাদের কে জানিয়ে দিব।

  10. @ভার্চুয়াল vi. banglalion a ki hoba.?
    plz reply

    1. ভার্চুয়াল

      বাংলালায়ন তারা UDP Port 53 ব্লক করে তাই কাজ না করার সম্ভবনা বেশি।

      1. সিটিসেল এ কাজ করেছে কারও??

        1. ভার্চুয়াল

          সিটিসেল জুমে কাজ করবে।

  11. bai hoice tnx. akta posno? computer restart hole tarpor abar kibabe connect dibo?

    1. ভার্চুয়াল

      আপনাকেও ধন্যবাদ। একবার এই নিয়ম অনুযায়ী ঠিক মতন করলে পরবর্তীতে আর করা লাগবে না শুধু কানেক্ট করলেই হবে। 🙂 অনুগ্রহপুর্বক জানাবেন কি আপনি কোন অপারেটর ব্যবহার করে এই ফ্রী ইন্টারনেট চালাতে পারলেন? কে কোন অপারেটর ব্যবহার করে পারছেন এটা জানালে অন্যদের উপকারে আসবে।

  12. আমার সব ঠিকমত কানেক্ট হইছে কিন্তু ডাটা কেটে নিছে…… আমি এয়ারটেল দিয়ে 1 এমবি নিয়ে চেষ্টা করেছি । ইউটিউবে ডুকতে পারছি ……… হল না কেন বুঝলাম না ।

    1. ভার্চুয়াল

      ইউটিউবে যখন ঢুকতে পেরেছেন তখন তো কাজ হওয়ার কথা। আবার চেষ্টা করুন। ২য় পদ্ধতিটা অনুসরন করতে পারেন।

  13. ভাই ২নম্বর পদ্ধতিতে কাজ হইসে।:D 😀 😀 😀 😀 😀 😀 চরম স্পীড।ভাই কিছু মনে না করে আপনার মোবাইল নাম্বার দেন ১০০ টাকা ফ্লেক্সি করব। 🙂 আল্লাহ আপনার মঙ্গল করুক। অনেক অনেক ধন্যবাদ রইল আপনার জন্য।

    1. ভার্চুয়াল

      না ভাই কোন টাকা-পয়সা লাগবে না। আপনারা চালাতে পারলেই আমি খুশি। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি কোন অপারেটর ব্যবহার করে ফ্রী চালাতে পারলেন তা জানান।

  14. ভাই ২নম্বর পদ্ধতিতে কাজ হচ্ছে না password or username incorrect বলে।১ নম্বর পদ্ধতিতে কাজ হয়েসে কিন্তু স্পীড কম আর বার বার ডিসকানেক্ট হয়ে যায়।gp ইউস করসি

    1. ভার্চুয়াল

      ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমিও দেখলাম স্পীড আগের থেকে কিছুটা কম মনে হচ্ছে। সবাই ব্যবহার করছে বলে কমে যাচ্ছে কিনা কে জানে……… 🙁 তবে ২নম্বর পদ্ধতিতেও কাজ হচ্ছে। আমি যেভাবে বলেছি প্রত্যেকটি ধাম অনুসরন করলে সমস্যা হওয়ার কথা না।

  15. 🙁 vai speed khub e kom…ki kora jay bolen to…second a matro 5,6kb speed pai,,,eto kom speed diye ki kichu kora jay bolen???

    1. ভার্চুয়াল

      কই এত কম না তো? আপনি কত নম্বর পদ্ধতি ব্যবহার করছেন? এবং কোন অপারেটরে ইউজ করছেন জানাবেন কি? শুনলাম নতুন আর একটি পদ্ধতি বের হয়েছে তবে সেটা এখনো পর্যন্ত আমার হাতে আসেনি। আশলেই আপডেট করে দিব।

  16. vaia post ta remove kora hoise naki? Tahole plz vaia amar email address e process ta send koren.
    My email: wakilcufl@gmail.com
    Pathale kritoggo thakbo

    1. ভার্চুয়াল

      রিমুভ করা হয়নি। আপনি লাইক বাটনে ক্লিক করলেই পোস্ট বেরিয়ে আসবে। 🙂

Comments are closed.

HelpfulHub Blog © 2025 HelpfulHub.com