টরেন্ট কি এটা আপাতত আর বললাম না তবে অনেকেই টরেন্ট এর নাম শুনেছেন এবং এটাও জানেন যে টরেন্ট দিয়ে ডাউনলোড করা যায়। তাই আপাতত ডাউনলোড এর পদ্ধতিটি দেখে নিন।
টরেন্ট দিয়ে অধিকাংশ সফটওয়্যার বা মুভি ফ্রী ডাউনলোড করা যায় এবং রিজুম সাপোর্ট করে তবে বেশির ভাগ ক্ষেত্রে স্পীড কিছুটা কম থাকে।
ডাউনলোড করার জন্য আপনার লাগবে একটি সফটওয়্যার বা টরেন্ট ক্লাইন্ট। অনেক গুলো সফটওয়্যার আছে এবং তার মধ্যে বেশির ভাগ ফ্রী। এরকমই একটি সফটওয়্যার হচ্ছে Utorrent। ডাউনলোড করে নিন এখান থেকে। (Utorrent Stable Version টি ডাউনলোড করুন)
http://thepiratebay.org/
http://isohunt.com/
http://www.mininova.org/
http://www.torrentreactor.net/
উপরের সাইট গুলোতে আপনি এই বিভিন্ন সফটওয়্যার বা মুভি এর টরেন্ট ফাইল পাবেন। ঐ টরেন্ট ফাইল গুলো দিয়েই আপনি ডাউনলোড করতে পারবেন।
টরেন্ট ফাইল সার্চ দিলে অনেক গুলো ফাইল আসবে, আপনি সেখান থেকে প্রয়োজনীয় ফাইলে ক্লিক করুন। ছবি নিচে।
এবার ডাওনলোড করুন।
ফাইলে ক্লিক করলে অপশন আসবে কি করবেন বা কোন সফটওয়ারের মাধ্যমে সে ফাইলটা ওপেন করবেন।
যেমন ফায়ারফক্সে আসবে
IE তে আসবে-
ফাইলটা ডাওনলোড শেষ হলে এবার সিলেক্ট করুন টরেন্ট ক্লাইন্ট সফটওয়ার। অথবা Save করে রেখে দিতে পারেন পিসিতে। পরে সুযোগ বুঝে ডাওনলোড করতে পারনে।
এখানে আপনি ফাইলটা কোথায় সেইভ করবেন সেটা সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট হিসেবে মাই ডকুমেন্ট এ সেইভ হবে। সে টরেন্ট ফাইলে কি কি ফাইল আছে, সো করবে, যে ফাইলটা দরকার সেটাতে মার্ক বহাল রাখতে পারেন, আর না চাইলে উঠিয়ে দিতে পারেন।
Seeds বা Peers বেশী হলে ডাওনলোডের গতি বেশী পাবেন। আর কম হলে গতি কম পাবেন। সেখানে ট্র্যাকারের নাম ও দেখতে পাবেন।
সময়ের অভাবে স্ক্রীনশট দিতে পারলাম না তাই এই পোস্ট থেকে কিছু অংশ কপি করে দিলাম।