বর্তমানে একটি ভাল VPN ব্যাবহারের প্রয়োজনীয়তা কত বেশি তা আমরা জানি।অনলাইন নিরাপত্তা, ব্লক করা সাইট ভিসিট করা ইত্যাদি কারনে আমরা VPN ব্যাবহার করে থাকি।
কিন্তু অনেক ভিপিএন-এর ভিড়ে সঠিক,উন্নত্মানের ও নির্ভরযোগ্য ভিপিএন খুজে পাওয়া খুবই কঠিন।তাই আজ আমি আপনাদের একটি ভিপিএন সম্পর্কে বলব যার নাম “PD proxy”। আপনি এখানে রেজিস্ট্রেশন করলে একজন Free user হিসেবে নিবন্থিত হবেন এবং প্রতিদিন ১০০ MB ফ্রী ইউস করতে পারবেন।যদি আপনি মেম্বারশীপ আপগ্রেড করেন তবে আপনি প্রিমিয়াম ইউজার হিসেবে আনলিমিটেড ব্যান্ডউইথ (MB) ইউজ করতে পারবেন।এর মাসিক সাবস্ক্রিপশন ফি ও অন্যান্য তথ্য জানতে ভিসিট করুন PD-Proxy VPN Service
কি কারনে আপনি এটি ব্যাবহার করবেন তা নিচে এর বৈশিষ্ট্যগুলি দেখলে বুঝতে পারবেন।
• আনলিমিটেড ব্যান্ডউইথ।
• ব্লক করা ওয়েবসাইট ভিসিট করতে পারবেন।
• অন্যান্য ভিপিএন এর তুলনায় অনেক বেশি স্পিড পাওয়া যায়
• বিভিন্ন দেশে প্রচুর পরিমানে সার্ভার আছে।
• এতে আছে আলাদা গেমিং সার্ভার, যার মাধ্যমে আপনি মাল্টিপ্লেয়ার গেম খেলতে পারবেন।
• কোন বিরক্তিকর পপআপ বিজ্ঞাপন নাই।
• গোপনীয়তা রক্ষা করে আপনি এবং আপনার কোনো তথ্য ভুল হাত দেবে না.
• এছাড়া টরেন্ট ডাউনলোডের জন্য রয়েছে আলাদা কিছু সার্ভার।
• ব্লক করা ওয়েবসাইট ভিসিট করতে।
• তিন রকমের প্রটোকল সাপোর্ট করে(UDP/ICMP/TCP )
• ব্রাউজারে বাড়তি কোন সেটিং এর প্রয়োজন হয় না।
• গোপনীয়তা রক্ষা করে।
• অনেকগুলো ‘OPEN PORT’)
খুবই দ্রুত কানেক্ট হয়।
উন্নত এনক্রিপ্টেড কানেকশন।
আপনি ইচ্ছা করলে ফ্রিতে ব্যাবহার করে দেখতে পারেন। এতে আপনি দৈনিক ১০০ মেগাবাইট ব্যাবহার করতে পারবেন।
তাই দেরি না করে এক্ষুনি পিডি প্রক্সি ব্যাবহার করুন।পিডি প্রক্সি ডাউনলোড ও সাইন আপ করুন এই লিঙ্কে PD-Proxy VPN Service
ভাই ভিপিএন সার্ভিস ব্যবহার করলে কি প্রাইভেসি নষ্ট হওয়ার কোন সম্ভাবনা আছে? বা হ্যাকিং এর কবলে পড়ার কোন চান্স আছে?
না। তবে কোন ভিপিএন ব্যাবহার করবেন তার উপর নির্ভর করবে।