HELPFUL HUB

HelpfulHub.com exists to help people help themselves.

কাজের সুবিধার্থে একটি কম্পিউটারে একাধিক ডেস্কটপের মজা নিন!

আমরা কম্পিউটারে যখন কাজ করি তখন একই সময় অন্য কাজ করারও প্রয়োজন হয়। যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট করছেন কিন্তু হটাত করে আপনার মনে হলো একটা গুরুত্বপূর্ণ ইমেইল করা বা চেক করা প্রয়োজন।

অথবা ব্যাপারটাকে যদি অন্যভাবে চিন্তা করেন যেমন আপনি কাজ করছেন ঠিক হটাৎ করেই আপনার ছোট ভাই কিংবা পোলাপান এসে বলল যে একটু গেম খেলবে। এখন আপনি যে উইন্ডো গুলো নিয়ে কাজ করছেন সেই গুলো কি বন্ধ করে দিবেন? যদি তাই করেন তাহলে তো আবার পরে সেই গুলো চালু করা লাগবে। আর যদি চালু রেখে দেন তাহলে আপনার ছোট ভাই হয়তো গেম খেলতে গিয়ে ভুল করে বন্ধ করেও ফেলতে পারে। এরকম অবস্থায় যদি কম্পিউটারের ডেস্কটপ কে ৪টি ভাগে ভাগ করা যায় তাহলে কেমন হয়? ঠিক এই সুবিধাটাই দিবে একটি ছোট সফটওয়্যার Dexpot.

এর আরো অনেক সুবিধা রয়েছে তা জানতে ভিজিট করুন এখানে।

এবং ডাউনলোড করে নিনঃ  Click Here ডাউনলোড লিংক

সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল করলেই কম্পিউটারের নিচে স্ট্যাটাস বারে আইকন দেখতে পাবেন।

1 Comment

Add a Comment
  1. ধন্যবাদ আপনার সুন্দর পোস্ট এর জন্য।

Leave a Reply

HelpfulHub Blog © 2025 HelpfulHub.com