HELPFUL HUB

HelpfulHub.com exists to help people help themselves.

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) এর স্পীড বাড়ানোর টিপস বা কৌশল

ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড এর জন্য অনেকেই কোন না কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন। তবে এই ডাউনলোড ম্যানেজার গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে Internet Download Manager বা আই ডি এম। আইডিএম দিয়ে ডাউনলোড করলে স্পীড অনেক বেশি পাওয়া যায় তাছাড়া রিজুম সাপোর্ট তো আছেই। স্বাভাবিকভাবে ডাউনলোড স্পীড নির্ভর করে ওয়েবসাইটের সার্ভার এর উপর এবং নিজের ইন্টারনেট কানেকশানের স্পীড এর উপর। তাই এখানে আই ডি এম এর স্পীড বাড়ানোর তেমন কোন কৌশল নেই বললেই চলে তবে তারপরেও কিছু কনফিগারেশান আছে যা করলে সর্বোচ্চ স্পীড পাওয়া সম্ভব। এই গুলো আপনি ম্যানুয়ালি করতে পারেন তবে আপনাদের সুবিধার জন্য আমি IDM Optimizer নামের একটি ছোট সফটওয়্যার এর ডাউনলোড লিংক দিচ্ছি।

প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করা লাগবে না শুধু ডাবল ক্লিক করে প্রোগ্রামটি ওপেন করুন। তবে খেয়াল রাখবেন আপনার সিস্টেম ট্রে তে IDM যেন বন্ধ করা থাকে। প্রোগ্রামটি চালু করে Maximize Now! এ ক্লিক করলেই কাজ হয়ে যাবে। তারপর আই ডি এম চালু করে ডাউনলোড করতে থাকুন ইচ্ছে মতন। যদি কেউ আগের কনফিগারেশানে ফিরে যেতে যান তা হলে একই ভাবে প্রোগ্রামটি চালু করে Restore Default এ ক্লিক করলেই হবে।

Leave a Reply

HelpfulHub Blog © 2025 HelpfulHub.com