মানসিকভাবে চাপে থাকলে বা ভয় পেলে মাসিক স্রাব বন্ধ হয়ে যায় ৷ এছাড়া হরমোনের তারতম্যের কারনে এবং রক্তহীনতায় ভুগলে মাসিক স্রাব বন্ধ হয়ে যায় ৷
অত্যধিক পরিশ্রম, শারীরিক দূর্বলতা থাকলে এবং মানসিক ভাবে অসুস্থ হলে মাসিক স্রাব বন্ধ হয়ে যায় ৷
কাজেই আপনি ভেবে দেখুন ঠিক কি কারনে মাসিক স্রাব হচ্ছে না ৷
আর মাসিকের ডেট মিস হবার পর দুই সপ্তাহ অপেক্ষা করুন ৷ এরপর প্রেগনেন্সি চেক করুন ৷ কারন প্রেগন্যান্ট হলেও হতে পারে ৷ তবে আপনার কথা অনুযায়ী প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নাই ৷
Signature:
http://www.teck-park.com