আপনার জন্য কিছু পরামর্শ নিচে দেওয়া হলোঃ
যেহেতু আপনি ছেলেটিকে ভিশন ভালবাসেন
এবং ছেলেটির ক্ষেত্রেও ঠিক এর ব্যতিক্রম না।
অতএব,ছেলেটিও আপনাকে আপনাকে প্রবলভাবে ভালবাসে।
এখন আপনাদের দু-জনের মধ্যে কোনো প্রব্লেম নেই,
অর্থাৎ একে ওপরকে বিয়া করার জন্য প্রস্তুত আছেন।
এখন আপনাদের দু- জনের এই রিলেশনের মধ্যে কাঁটা
হয়ে বাঁধা দিয়েছে আপনার অভিভাবক,সো আপনি যেহেতু
প্রস্তুত আছেন সেহেতু ভয়ের কোনো কারন নেই।
আপনি আপনার অভিভাবককে ক্লিয়ারলি আপনি
আপনাদের দু- জনের পূর্ণাঙ্গ সম্পর্কের বিষয়টি
বিস্তারিত বুঝিয়ে বলুন।হয়তো প্রথমত একসেপ্ট করে
রিজেক্টও করতে পারেন।
তবে আপনি একবার না বার বুঝিয়ে বলুন,
একসময় দেখা যাবে আপনার কথা একসেপ্ট করে
নিবে।আপনাদের দু- জনের সম্পর্ক গ্রহণ করে নিবেন।
বিশেষ করে আপনি চেষ্টা করলেই কেবল
সাফল্য অর্জন করতে পারবেন
অন্যথায় খুবেই কষ্টসাধ্য ব্যাপার।
বিশেষ করে ভালবাসার ক্ষেত্রে একটি কথা স্বরন রাখবেন
আর সেটা হলোঃ ভালবাসায় যদি মেয়ে রাজি থাকে
তাহলে যত ঝড় তুঁফান আসুক কোনো
প্রব্লেম নেই।একসময় দু- জনের ভালবাসার ফলাফল সার্থক
হবেই।
একটি বাণীঃ যে পথে কাঁটা নাই সে পথে
বিজয় অর্জন করার মধ্যে কোনো গৌরব নেই,
নেই কোনো প্রশান্তি।