আপনার এটাকে ভালবাসা বলেনা,এটাকে এক প্রকার
ভালবাসার
পাগলামি বলে।আপনার যেই ছেলেকে
ভালো লাগে সেই
ছেলের সাথেই রিলেশন করেন
আর যখন আপনার সেই ছেলেকে ভালো লাগেনা
ছেলেকে শূন্য করে আপনি আপনার মতো করে চলে আসেন।
তাহলে ছেলেরা আপনাকে প্রব্লেম করবেনা
তো কি করবে।
আপনি যার সাথে রিলেশন করেন সেই ছেলে
আপনার মনের অজান্তে আপনাকে নিয়ে
কত্ত স্বপ্ন দেখে সেটা হয়তো আপনি নিজেও
জানেন না,আর সেই একটা সুন্দর ছেলের স্বপ্নটা
আপনার এক মিনিটেও লাগেনা ধব্বংশ করে দিতে।
আপনি নিজেই সঠিক নাই,ভালবাসা কাকে বলে
এটা এখনও আপনার বুঝার মতো নলেজ,বিবেক
নাই।
আপনি নিজেই সংযত রাখতে পারছেন কাকে
রেখে কাকে আপনার লাইফ পার্টনার হিসেবে
সিলেক্ট করবেন।
এইসব মেয়েদের ভালবাসা কখনও সত্তিকার অর্থের হয়না।
যা হয় শুধুমাত্র অস্থায়ীর জন্য।
ভালবাসার করার পূর্বে নিজেকে সঠিক করুন।
তারপর ভালবাসায় লিপ্ত হোন।
ভালবাসাটা কোনো পুতুল খেলা নয় যে,যখন ভালো
লাগলো খেললাম আর খেলার শেষে ভেঙ্গে দিলাম।
আর এইভাবে যদি আপনি ক্রমাগতভাবে চলার চেষ্টা
অব্যাহত রাখেন এক সময় দেখা যাবে কোনো ছেলেই
আপনাকে ভালবাসবে না।
এখন উপরোক্ত কথাগুলো বুঝে নেওয়ার
নেওয়ার জন্য আপনি আপনার বিশেষ জ্ঞানকে ব্যাবহার
করেন।
বেশি বলে তাকলে দুঃখিত।
Signature:
পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ
আদালত হলো
মানুষের বিবেক।