একটা বলের গায়ে কিছু ছোট ছোট জিনিস আঠা দিয়ে লাগিয়ে ঘোরালে শুধু বলই ঘুরবে, আলাদা করে লাগিয়ে রাখা জিনিসগুলো ঘুরবে না। পৃথিবী ঘুরছে মহাকর্ষ বলের জন্য যা মহাকাশে বিভিন্ন গ্রহ-উপগ্রহের মধ্যে বিদ্যমান আর আলাদাভাবে প্রত্যেক গ্রহ-উপগ্রহ অন্যান্য জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে, পৃথিবীর ক্ষেত্রে এই বলকে অভিকর্ষজ বল বলে। যেহেতু আমরা পৃথিবীর কাছে আছি তাই এই অভিকর্ষজ বল আমাদেরকে পৃথিবীর সাথে আঠার মত আটকে রেখেছে। এজন্যই আমরা ছিটকে পড়ে যাই না বা আলাদাভাবে ঘুরি না। তবে অন্যান্য গ্রহের সাপেক্ষে আমরাও পৃথিবীর সাথে ঘুরছি যেহেতু পৃথিবী ঘুরছে।
Signature:
"সৎ কাজ করার চেয়ে সৎ সঙ্গ অধিক উত্তম।"